ফটোগ্রাফি গ্রান্ট

অমিয়প্রভা চৌধুরী মেমোরিয়াল কমিটি ঘোষণা করছে

অমিয়প্রভা চৌধুরী মেমোরিয়াল ফটোগ্রাফি গ্রান্ট” (APCMPG)

উত্তর-পূর্ব ভারতের সর্বপ্রথম ফটোগ্রাফি গ্রান্ট।

অর্থমূল্য ১,০০,০০০.০০ টাকা।

প্রতি বছর এরকম একটি পুরস্কার দেয়া হবে।

 

 

প্রিয় ফটোগ্রাফার বন্ধুরা (ছোট, বড়ো সবাই) আমি জানিয়েছিলাম যে APCMPC-তে কিছু পরিবর্তন আসছে। এটাই সেটা আর আমি মনে করি এটা তোমাদের সবাইকে আরো ভালো ফটোগ্রাফি করতে উৎসাহিত করবে। তোমাদের মনে যে প্রশ্নগুলো জাগবে/জাগছে তার কয়েকটা জবাব আমি আগেই দিয়ে দিই। কেমন?

 

ফটোগ্রাফি গ্রান্ট কি?

এটা হচ্ছে একটা ভাতা যা দেওয়া হয়ে থাকে কোন একটি বিষয়ের উপরে ছবি নির্ভর একটি বক্তব্য সকলের সামনে তুলে ধরার জন্য। এই বিষয় যে কোন কিছুই হতে পারে , কোন ধরাবাধা নির্দিষ্ট নিয়ম এতে নেই কিন্তু কিছু গাইডলাইনস থাকে যা মেনে চলতে হয়।

আমাদের সমাজের কোন সমস্যা, কোন দূর্বলতা, আমাদের পরিবেশ, আমাদের পৃথিবী, আমাদের মানুষ, আমাদের সেই অবহেলিত শিশুরা, আমাদের আশেপাশের সামাজিক অবস্থা, অব্যবস্থা, দুরবস্থা, যে কোন কিছুই বিষয় হতে পারে।

শুধু এগুলো নয় – তোমার পছন্দ মত যেকোন বিষয় নিয়ে তুমি প্রজেক্টটা করতে পারো। বেড়াতে ভালোবাসো? তাই দিয়ে করো । Bird, animal, wildlife যা খুশি করো কিন্তু মনে রাখতে হবে এটা শুধু কয়েকটা ছবি নয়, এটা একটা বক্তব্য যা তুমি তুলে ধরবে সবার সামনে তোমার ছবির মাধ্যমে।

আজকাল তো ইন্টারনেটে প্রচুর খবর পাওয়া যায়, Google করো ,জানতে, বুঝতে।

 

তোমাকে কী করতে হবে?

a) কী নিয়ে কাজ করতে চাও, কেন করতে চাও, কিভাবে করতে চাও আর তোমার কাজের প্রভাব কী হবে – এগুলো বলে একটি বক্তব্য লেখো ৩০০ শব্দের মধ্যে।

b) কাজ শুরু করো, ছবি তোলা, ভাবো, দরকার হলে বিষয়বস্তু পাল্টাও কিন্তু উদ্দেশ্য ঠিক রাখো।

উদাহরণ- “ইঁটভাটার শিশু শ্রমিকের জীবন, তাদের দুঃখ আনন্দ, দুর্দশা আমি সমাজের সামনে তুলে ধরতে চাই যাতে ওদের সামগ্রিক অবস্থার উন্নতি করার জন্য আমরা সচেষ্ট হতে পারি।” এটা একটা বিষয় হতে পারে।

তারপর ছবি তুলো, তারপর তোমার প্রজেক্ট-এর বিষয় সহ ৮ থেকে ১৫ টা ছবি জমা দাও Sept. 1st, 2019 to Nov. 15th, 2019-এর মধ্যে । বিচারকের প্যানেল সব যাচাই করে একটা বিষয়কে নির্বাচন করে দেবেন, সেই ফটোগ্রাফার হবে গ্রান্ট বিজয়ী।

 

তারপর কী হবে?

APCMPC-এর বাৎসরিক অনুষ্ঠানে বিজয়ী কে প্রথমে ৫০ হাজার টাকা দেওয়া হবে। ছয় মাসের মধ্যে প্রজেক্ট-এর কাজ সম্পন্ন করে পরের বছর APCMPC’র বাৎসরিক প্রতিযোগিতার সময় মোট ৩০ থেকে ৪০টা ছবি জমা দিতে হবে।

এই কাজটা চলাকালীন একজন Mentor থাকবেন যাঁর সাথে গ্রান্ট জয়ী ফটোগ্রাফার নিয়মিত যোগাযোগ রাখবেন, পরামর্শ নেবেন, দরকার মত পরিবর্তন, পরিবর্ধন করবেন।

কাজটা শেষ হবার পর Mentor সেটা অনুমোদন করবেন। তখন চূড়ান্ত বিবেচনার জন্যে কাজটিকে পুনরায় বিচারকদের কাছে পাঠানো হবে। বিচারকদের অনুমোদন পাওয়ার পরে পরবর্তী বাৎসরিক অনুষ্ঠানে বাকি ৫০,০০০ টাকা দেয়া হবে।

 

প্রত্যেক বছর একটি গ্রান্ট-ই দেয়া হবে।

এই হচ্ছে ব্যাপার, আমি চাই তোমরা এমন কাজ করো যা দেশে-বিদেশে চোখে পড়ার মতো হয়। গ্রান্ট জয়ী ছবিগুলোতে সবার কাছে পৌঁছানোর জন্য আমরা সমস্ত রকম চেষ্টা করব।

 

প্রশ্ন করো যতো খুশী।

আমাদের APCMPC-এর Group page-এ প্রশ্ন করতে পারো, অথবা মেইল করতে পারো (apcmpc2015@gmail.com)

 

প্রজেক্ট জমা দেয়ার আগে আমাদের ইংলিশ ভার্সনটা দেখো যাতে সমস্ত নিয়ম কানন গুলি লেখা আছে।