সৃষ্টিশীলতা আমাদের সকলের মজ্জাগত, কিন্তু এটাকে টেনে বের করে আনার দায়িত্ব ক-জন নেয়? ছোট থেকেই তো সব স্কুলের ব্যাগ কাঁধে প্রায় একই রকম স্বপ্ন গড়ার লক্ষ্যে বিভোর , এমন অবস্থায় যদি একটা মঞ্চ পাওয়া যায় যা ভেতরের সৃষ্টির ক্ষিদেটাকে জাগিয়ে তোলে তবে আমাদের এ সময়কার যৌবন একটা দিশা পায়।
ছবিকে ছবি বলেই ভাবতাম, আলোকশিল্প হিসেবে তার সাথে পরিচয় APCMPC এর সংস্পর্শে আসার পর, আর এখানেই বোধহয় APCMPC এর সার্থকতা। এই প্রজন্মের আগ্রহ আর ভালোবাসাকে বছরের পর বছর পৃষ্ঠপোষকতা করা, তাও আবার এমন একটি রাজ্যে যা এখনো প্রান্তিক বলে স্বীকৃত, খুব একটা সোজা কথা নয়। এই ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই, আর ধন্যবাদ জানাই চৌধুরী পরিবারের সকলকে যারা দূরে থেকেও মাটির টান সবচেয়ে বেশি অনুভব করেন।
আলোকচিত্রের গুনগ্রাহী, সৃষ্টিশীল ব্যক্তিদের একসাথে একমঞ্চে এনে নতুন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির মিশেলে শিল্পসত্ত্বাকে জাগিয়ে তোলার এ কাজটি নিরলস ভাবে করে চলেছে অমিয়প্রভা মেমোরিয়াল।